ধন্যবাদ!
কয়েক মিনিটের মধ্যেই আপনি একটি নিশ্চিতকরণ ইমেইল পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে আপনার জাঙ্ক বা স্প্যাম ফোল্ডারে দেখুন এবং আমাদের ইমেইল অ্যাড্রেসটিকে ‘স্প্যাম নয়’ হিসেবে চিহ্নিত করুন।
ইমেইল আসবে এই অ্যাড্রেস থেকে: survey@humanrightsmeasurement.org
আমাদের জরিপ জানুয়ারির শেষ শুরু হয়. আপনি যদি জানুয়ারি এবং ফেব্রুয়ারির শেষে নিবন্ধন করেন, তাহলে আপনি এই ফর্মটি পূরণ করার তিন দিনের মধ্যে জরিপের একটি লিঙ্ক পাবেন৷।
আমাদের জরিপের মাধ্যমে পরিবর্ধিত হয়ে আপনার জ্ঞান আপনার দেশের নাগরিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে অর্থপূর্ণ তথ্য প্রদানে অবদান রাখবে। বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষাকারী ব্যক্তিবর্গ, নাগরিক অধিকারের সাথে জড়িত নানা সংস্থা, মানবাধিকার কমিশন, জাতিসংঘ, বিভিন্ন বহুপক্ষীয় সংস্থা, বিশেষ প্রতিবেদক (Special Rapporteurs), বিশিষ্ট মিডিয়া আউটলেট, নীতিনির্ধারক দলসহ আরও অনেকেই এসব তথ্য ইতিমধ্যেই ব্যবহার করছে।
জরিপটি পাওয়ার আগে, এই লেখাগুলোর কোনোটি হয়তো আপনার কাজে আসতে পারে:
- এইচআরএমআইয়ের জরিপে অংশগ্রহণের উপায়
- জরিপের জন্য মনোনীত ব্যক্তিদের সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
- উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে নিরাপদে তথ্য সংগ্রহ
অন্য আরো কাউকে যদি এই জরিপে অংশগ্রহণের জন্য যোগ্য বলে আপনার কাছে মনে হয়, তাহলে অনুগ্রহ করে আপনার দেশের এইচআরএমআইয়ের প্রতিনিধির সাথে (যিনি আপনাকে মনোনীত করেছেন তাঁর সাথে) যোগাযোগ করুন, অথবা ইমেইল পাঠান survey@humanrightsmeasurement.org ঠিকানায়।